ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজধানী থেকে মোবাইল সিম সংগ্রহ করছে জঙ্গিরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনগুলো রাজধানী আগরতলাকেও তাদের বিভিন্ন কাজে ব্যবহার করছে।

বিশেষত মোবাইল সিম সংগ্রহ করা এবং ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার জন্যই জঙ্গিরা ব্যবহার করছে রাজধানীকে।

রাজধানীর কিছু লোকজনও সাহায্য করছে তাদের।
 
গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। সম্প্রতি গণ্ডাছড়া থেকে তিন জন গরীব জুমিয়াকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা। ওই অপহরণ কাণ্ডের তদন্তেই জানা গেছে এ খবর।

গণ্ডাছড়া ত্রিপুরার সবচেয়ে বেশি দুর্গম ও দূরবর্তী এলাকা। তাদের যখন অপহরণ করা হয় তখন ওই তিন জন জুমে কাজ করছিলেন। অপহৃতরা হলেন- প্রধানজয় ত্রিপুরা, বোধনজয় ত্রিপুরা ও রবিনজয় ত্রিপুরা।

তাদের নিয়ে যাবার সময় চর্মজয় ত্রিপুরা নামে আরেক গ্রামবাসীকেও ধরে নিয়ে গিয়েছিল সন্ত্রাসবাদীরা। কিন্তু অপহরণের কিছুক্ষণ পর চর্মজয়কে ছেড়ে দেয় সন্ত্রাসবাদীরা।

তার কাছে মুক্তিপনের চিঠি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গ্রামের ট্যাক্স দুই লক্ষ টাকা হয়েছে। তার সঙ্গে দিতে হবে মুক্তিপন। তা না দেওয়া হলে অপহৃতদের হত্যা করা হবে বলে হুমকিও দেয় সন্ত্রাসবাদীরা।

মুক্তিপণ এবং গ্রামের ট্যাক্স চাইতে ফোন করেছিল জঙ্গিরা। তারা যে মোবাইল সিম থেকে ফোন করে তার সুত্র ধরে বেশ কিছু তথ্য পায় পুলিশ। দেখা যায় ওই সিমটি নেওয়া হয়েছিল আগরতলার এক ব্যক্তির নামে।

গত বেশ কিছু অপহরণের পর একই কায়দায় ফোন করছে সন্ত্রাসবাদীরা। আর তারা যেসব নাম্বার থেকে ফোন করছে সেগুলি আগরতলার নাম্বার। রাজধানীর বিভিন্ন মানুষের নামে নেওয়া। এ থেকে পরিষ্কার- রাজধানীর কিছু লোক তাদের সাহায্য করছে বেআইনিভাবে মোবাইলের সিম সংগ্রহ করার জন্য।  

রাজধানীর এ চক্রটিকে ধরতেই এখন চেষ্টা করছে পুলিশের গোয়েন্দারা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসাতেই বাড়তে শুরু করেছে সন্ত্রাসবাদী তৎপরতা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।