ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা সরকারের বর্ষপূর্তিতে গুণীজন সম্মাননা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২১, ২০১২
মমতা সরকারের বর্ষপূর্তিতে গুণীজন সম্মাননা

কলকাতা: ঐতিহ্যকে কুর্নিশ করার মেজাজটা অটুট থাকল। সংস্কৃতির প্রবীণ স্থপতিদের আলোকবৃত্তে ঠাঁই পেলেন সবে শিল্পী-জীবনের মধ্যগগনে পৌঁছানো গুণীরাও।

রাজ্যের কৃতী সন্তানদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্বীকৃতি ‘বঙ্গবিভূষণ’-এর পরম্পরা গত বছরই শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবার খানিকটা তরুণদের কথা মাথায় রেখে ‘বঙ্গভূষণ’-পুরস্কারের ধারাও সূচিত হল। পরিবর্তনের বর্ষপূর্তিতে সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে এখন উৎসবের আবহ। রোববারের সন্ধ্যায় গুণীজন-সম্বর্ধনার অনুষ্ঠানও ছিল তারই অঙ্গ।

নেতাজী ইন্ডোর স্টেডিয়াম মঞ্চে বসা চাঁদেরহাটে মুখ্যমন্ত্রী এক মুহূর্তের জন্য ফিরে গেলেন ঠিক এক বছর আগের দিনটিতে। ২০ মে, ২০১১ সালের ওই দিনেই ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে শপথ নেয় মমতার মন্ত্রিসভা।

মুখ্যমন্ত্রী এসময় বলেন, “বাড়ি থেকে বেরনোর আগে মা-বাবা বা গুরুজনদের প্রণাম করার মতো এই অনুষ্ঠানও আসলে গুণীজনের আশীর্বাদ নেওয়া। তাঁদের শুভেচ্ছা পাথেয় করে আর একটি বছরের কাজ যাতে নতুন করে শুরু করতে পারি। ”

রাজ্যের তৃণমূল সরকারের শপথ গ্রহণের দিনটিই এবার থেকে ‘বঙ্গবিভূষণ’-প্রদানের তারিখ হিসেবে নির্দিষ্ট করে দেন মমতা।

মুখ্যমন্ত্রী বা জননেত্রীর দৃপ্ত শরীরী ভাষা দূরে সরিয়ে গুণীদের মাঝে এই সন্ধ্যার মমতা যেন বিনীত গৃহকর্ত্রী। মঞ্চে আসীন ‘বাংলার পথপ্রদর্শক’দের সবার কথা আলাদা করে বলার ফাঁকে বারবার বললেন, “আপনাদের আর কী-ই বা দিতে পারি! এটুকুই আমাদের সব থেকে বড় সম্মান। ”

কৃতীদের কথা তুলে ধরে জায়ান্ট স্ক্রিনে পরপর ‘অডিও-ভিস্যুয়াল’ উপস্থাপনা শুরু হয়।

বঙ্গবিভূষণ’দের মধ্যে ভারতীয় হকির কিংবদন্তী অধিনায়ক লেসলি ক্লডিয়াস, নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে তরুণতরদের কীর্তি উঠে এসেছে শ্রদ্ধাসহ।

“সৃজনের কাজে পুরস্কার-তিরস্কার দু’টোই জোটে। আমি এই সম্মানে তৃপ্ত” বলেছেন ছোট-বড় সবার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কবিদের মধ্যে এই স্বীকৃতি জয় গোস্বামীর। চিত্রশিল্পী হিসেবে প্রথম ‘বঙ্গবিভূষণ’-প্রাপক যোগেন চৌধুরী সব শিল্পীর তরফে এই সম্মান গ্রহণ করেছেন।

`চাকভাঙা মধু’ বা ‘মাধব মালঞ্চী কইন্যা’র স্রষ্টা বিভাস চক্রবর্তীর মতে, “এ হল সামগ্রিকভাবে বাংলা থিয়েটারের স্বীকৃতি। ” ‘নাথবতী অনাথবৎ’-‘কথা অমৃত সমান’-এর নাট্যভাষার রূপকার শাঁওলি মিত্র রাজ্য সরকারের কাছে নাটকের জন্য আরও পরিকাঠামোর আর্জি জানিয়েছেন।

সানাই-শিল্পী উস্তাদ আলি আহমেদ হুসেন অভিভূত হয়ে কথার খেই হারিয়ে ফেলেন।
চলচ্চিত্র-জগতের রঞ্জিত মল্লিক-গৌতম ঘোষেরাও এবার বঙ্গবিভূষণ।

তবে প্রত্যাশা মতোই অন্তরালবর্তী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনের দেখা মেলেনি। বাঙালির চিরকালের ‘রিনা ব্রাউনে’র হয়ে সম্মান নিতে হাজির তাঁর মেয়ে মুনমুন সেন ও নাতনি রাইমার গায়ে এক সঙ্গে উত্তরীয় জড়িয়ে দিয়েছেন মমতা।

বিদেশে অনুষ্ঠান থাকায় আসতে পারেননি হিন্দুস্থানি সঙ্গীত ঘরানা থেকে শুরু করে বাংলাগানের বিশিষ্ট গুণী অজয় চক্রবর্তীও। তাঁর স্ত্রী চন্দনাদেবী স্বামীর হয়ে স্মারক নিয়ে গেলেন। তরুণতরদের মধ্যে ‘বঙ্গভূষণ’ ধ্রুপদী সঙ্গীতের কণ্ঠশিল্পী রশিদ খান, তবলাশিল্পী বিক্রম ঘোষ ও আধুনিক গানের নচিকেতা চক্রবর্তী। এই স্বীকৃতিতে তিন জনই আপ্লুত।

বিক্রম বললেন, “বরাবর এ রাজ্যে থেকেই এই সরকারি স্বীকৃতি পেলাম বলে বেশি ভাল লাগছে। ”

`ভারতরত্ন’ পণ্ডিত রবিশঙ্করকেও এবার ‘বঙ্গবিভূষণ’ দিতে চেয়েছিল রাজ্য সরকার। তবে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ হয়নি বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে। ১৩ জন বঙ্গবিভূষণ-এর জন্য ২ লাখ রুপির সঙ্গে তিন জন বঙ্গভূষণের হাতেও ১ লাখ করে রুপি তুলে দিয়েছে রাজ্য সরকার। সঙ্গে তাম্রপত্র, মিষ্টি, প্রীতি-স্মারকের অর্ঘ্য।

গত বছরের বঙ্গবিভূষণদের মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায় ও হারাধন বন্দ্যোপাধ্যায়কেও মঞ্চে ডেকে নেন মমতা। প্রয়াত বঙ্গবিভূষণ শৈলেন মান্নাকেও স্মরণ করা হয়। আবেগের সংক্রমণ হয় তখন প্রেক্ষাগৃহজুড়ে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২১, ২০১২
আরডি/ সম্পাদনা : আহ্সান কবীর, আউটুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 
[email protected]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।