ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কালো টাকা নিয়ে শ্বেতপত্র ভারতের লোকসভায়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মে ২১, ২০১২
কালো টাকা নিয়ে শ্বেতপত্র ভারতের লোকসভায়

নয়াদিল্লি : কালো টাকা নিয়ে সোমবার ভারতের লোকসভায় শ্বেতপত্র পেশ করলেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৷

শ্বেতপত্রে বলা হয়েছে, সুইজারল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কালো টাকা মজুত রাখার পরিমাণ কমছে।

শ্বেতপত্র অনুযায়ী, সুইস ব্যাঙ্কগুলিতে জমানো কালো টাকার পরিমাণ ২০০৬-এর ২৩ হাজার ৩৭৩ কোটি রুপি থেকে কমে ২০১০-এ হয়েছে ৯ হাজার ২৯৫ কোটি রুপি ।



তবে, শ্বেতপত্রে কালো টাকা গচ্ছিতকারীদের কোনও নামই প্রকাশ করা হয়নি এদিন। তবে কালো টাকার মজুত রুখতে লোকপাল ও লোকায়ূক্ত গঠনের কথা বলা হয়েছে।
শ্বেতপত্রে দেশে ও দেশের বাইরে মজুত কালো টাকার পরিমাণ সম্পর্কে সরকারি কোনও হিসেবও দেওয়া হয়নি। শ্বেতপত্রে বিভিন্ন সংস্থার দেওয়া হিসেব উল্লেখ করা হয়েছে।

কালো টাকার উৎস আটকাতে শ্বেতপত্রে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ৫ শতাংশ স্ট্যাম্প ডিউটি ও আয়কর দফতরের এনওসি ছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আর্থিক অপরাধ দমন এবং আয়কর যারা ফাঁকি দেয় তাদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথাও শ্বেতপত্রে বলা হয়েছে।

কালো টাকা উদ্ধারের জন্য সরকার সচেষ্ট নয় বলে বিরোধীরা যে অভিযোগ করে আসছে তা নাকচ করার চেষ্টা করা হয়েছে শ্বেতপত্রে। এতে জনজীবনে দুর্নীতি মোকাবিলার ক্ষেত্রে সরকারের বিভিন্ন নীতিগত পদক্ষেপ এবং ব্যবস্থার বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি মোকাবিলায় কেন্দ্রে ও রাজ্যে দ্রুত লোকপাল ও লোকায়ূক্ত গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ২২২৫ ঘণ্টা, মে ২১, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।