ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাকরণে তৃণমূলের ইংরেজি পত্রিকার প্রকাশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মে ২১, ২০১২
মহাকরণে তৃণমূলের ইংরেজি পত্রিকার প্রকাশ

কলকাতা: তৃণমূলের দলীয় পত্রিকার প্রকাশিত হল । রাজ্যের শাসক দলের ইংরেজি মাসিক পত্রিকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিডস-এর প্রথম সংখ্যা প্রকাশিত হলো সোমবার মহাকরণে।



পত্রিকার সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়ান। পত্রিকায় নিয়মিত থাকবে বিভিন্ন রাজ্য ও দেশের দলীয় খবরাখবর।

মহাকরণে সোমবার পত্রিকাটির প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মুকুল রায়, অমিত মিত্র, ডেরেক ও ব্রায়ান। এর আগে প্রয়াত সাবেক ভারতের রেলমন্ত্রী গনি খান চৌধুরির ভাগ্নি শেহনাজ কাদরি  তৃণমূলে যোগদানের কথা মহাকরণে দাঁড়িয়ে ঘোষণা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি ।

দলীয় পত্রিকার প্রকাশ দলীয় কার্য়ালয়ের পরিবর্তে কেন প্রশাসনিক ভবন থেকে হল, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

বাংলাদেশ সময় : ২৩০০ ঘণ্টা, মে ২১, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।