ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মূল্যপতনে সর্বকালীন রেকর্ড রুপির

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মে ২২, ২০১২

মুম্বই: গত কয়েকদিনের আশঙ্কা সত্যি করে রুপির মূল্যপতনে সর্বকালের রেকর্ড হলো। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম ডলারের বিপরীতে রুপির দাম কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ০৩ রুপি, যা এ যাবতকালের রেকর্ড৷

সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৫৪ রুপি ৪৫ পয়সা৷ কিন্তু সময়ের সঙ্গে দ্রুত পড়তে থাকে এবং দিন শেষে দাঁড়ায় ৫৫ দশমিক ০৩ এ।



রুপির এ মূল্যপতন গত কয়েক দিন ধরেই চলছিল। কিন্তু সোমবার এতো নেমে যাওয়ায় উদ্বিগ্ন অর্থনীতিবিদরা৷

তাদের আশঙ্কা, এর ফলস্বরূপ আমদানি খরচ বাড়বে। যার সরাসরি প্রভাব পড়তে পারে পেট্রোলিয়ামসহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ৷

এদিকে এদিন রুপির রেকর্ড পতনের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। লেনদেনের শুরুতে মুম্বাই শেয়ার বাজারের সূচক সেনসেক্স বেশ কিছুটা উঠলেও দিনের শেষে মাত্র ৩০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৮৩.২৬ পয়েন্টে শেষ হয়৷

রুপির রেকর্ড পতনে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেয়নি বা কোনো মন্তব্য করেনি ভারতের কেন্দ্রিয় ব্যাংক। অবশ্য দুই-এক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রির্জাভ ব্যাংক কাজ শুরু করবে বলে পর্যবেক্ষকদের আশা।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।