ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এ বছর সময় মতোই বর্ষা নামবে: পশ্চিমবঙ্গ আবহাওয়া দফতর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মে ২২, ২০১২

কলকাতা: এ বছল সময় মতোই আসছে বর্ষাকাল৷ আগামী ৩-৪ দিনের মধ্যেই আন্দামানে বর্ষার মৌসুমি হাওয়া বইতে শুরু করবে। সোমবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুর আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।



অবশ্য প্রচণ্ড দাবদাহে তপ্ত রাজ্যে এখনো স্বস্তির খবর নেই৷ আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরো বাড়তে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, ৩-৪ দিনের মধ্যেই আন্দামানে ঢুকে পড়বে মৌসুমী বায়ু৷ আগামী ২৪ ঘন্টার মধ্যেই সেখানে শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি। তবে তীব্র গরম থেকে আপাতত রেহাই মিলছে না৷

এদিকে সোমবার সকাল থেকেই ফের বাড়তে শুরু করে তাপমাত্রা৷ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই৷ সেইসঙ্গে বাড়বে তাপমাত্রা। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাও যথেষ্ট বেশি থাকবে৷ ফলে অস্বস্তি বাড়বে৷

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে৷ মালদা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা বাড়তির দিকেই থাকবে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।