ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় চাকরি নিয়মিত করার দাবিতে অনশনের হুমকি শিক্ষকদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): সর্ব শিক্ষা অভিযানের শিক্ষকরা তাদের চাকরি নিয়মিত করার দাবিতে আমরণ অনশনের হুমকি দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকারকে। ২৬ মের মধ্যে চাকরি নিয়মিত করা না হলে তারা আমরণ অনশনে বসবেন।



রাজ্যে প্রায় সাড়ে সাত হাজার সর্ব শিক্ষা আভিযানের শিক্ষক রয়েছেন। এটি একটি কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পে বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তারা বেতন ভাতা পান কেন্দ্রীয় ওই প্রকল্পের টাকা থেকেই। কিন্তু তাদের চাকরি নিয়মিত নয়।

চাকরি নিয়মিত করার দাবিতেই আন্দোলন চালিয়ে আসছেন এই সাড়ে সাত হাজার শিক্ষক। তারা গত বছর এই দাবিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন।

গত কিছু দিন আগে তারা একই দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন।

রাজ্য সরকার এই শিক্ষকদের ছুটি, বদলিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে রাজ্য সরকারের অন্য শিক্ষকদের মতোই। রাজ্য সরকারের বক্তব্য, সর্বশিক্ষা অভিযানের শিক্ষকরা কেন্দ্রীয় প্রকল্প অনুসারে চাকরি পেয়েছেন। ওই প্রকল্পে কোথাও চাকরি নিয়মিতকরনের কথা নেই। ফলে রাজ্য সরকার তাদের নিয়মিত করতে পারবে না। তাদের চাকরি যদি নিয়মিত করতে হয়, তবে তা করতে হবে কেন্দ্রীয় সরকারকেই।

কিন্তু সরকারের এই বক্তব্য মানতে নারাজ সর্বশিক্ষা আভিযানের শিক্ষকরা। তাদের বক্তব্য হলো- রাজ্য সরকারকেই তাদের চাকরি নিয়মিত করতে হবে। ২৬ মের মধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে তারা আমরণ অনশনে যাবে।

আগামী ২৪ মে সর্বশিক্ষা অভিযানের গভর্নিং বডির সভা। ওই দিকেই তাকিয়ে এখন সবাই।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২২, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।