ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য সরকারের সম্মানের অর্থ দান করবেন সুচিত্রা সেন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ২২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ শিরোপার সঙ্গে কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন যে টাকার চেক পেয়েছেন, তা তিনি সরকারকে ফিরিয়ে দিতে চান।

সাবেক এই অভিনেত্রীর ইচ্ছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওই অর্থ জমা পড়ুক।



মহাকরণ সুত্রে জানা গেছে, রাজ্য সরকারেরও এতে নীতিগত আপত্তি নেই। তবে এ জন্য কিছু সরকারি নিয়ম-বিধি আছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

আরও অনেকের সঙ্গে সুচিত্রা সেনকে এ বার বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করার কথা রাজ্য ঘোষণা করেছিল। গত রোববার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠান আয়োজিত হয়। সুচিত্রাদেবীর হয়ে পুরস্কার নিতে মঞ্চে হাজির ছিলেন তার কন্যা মুনমুন ও নাতনি রাইমা সেন। মানপত্র-উত্তরীয়-উপঢৌকনের সঙ্গে দু’লাখ রুপির চেক মুনমুনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

তখনই সুচিত্রাদেবীর ‘ইচ্ছা’র কথা মুখ্যমন্ত্রীর কানে তোলেন মুনমুন। বলেন, ‘মা চান, টাকাটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়ুক। ’

কিন্তু চেক যে লেখা সম্মান-প্রাপকের নামে! তা কীভাবে ত্রাণ তহবিলে জমা পড়বে?
আপাতত অর্থ দফতর বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।