ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন সুরঞ্জন দাস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ২২, ২০১২

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বারের জন্য উপাচার্য হচ্ছেন সুরঞ্জন দাস। তিনি পূর্ণ সময়ের জন্য এ দায়িত্ব পাচ্ছেন।

বাম আমলে তাকে নিয়োগ করা হয়েছিল।

পরিবর্তিত সরকারের সার্চ কমিটি তাকে পুনরায় নিয়োগ দিয়েছে। তিনি আবার চার বছরের জন্য নির্বাচিত হলেন। মান ও উৎকর্ষের দিক থেকে তাকে নির্বাচিত করেছে কমিটি।

এছাড়া বারাসত রাজ্য বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হচ্ছেন কৌশিক গুপ্ত। তিনি রবীন্দ্রভারতীয় অধ্যাপক। তার বিষয় অর্থনীতি।

বাম আমলের বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যখন সরে যেতে হয়েছে নতুন সরকারের চাপে তখন একজন বাম আমলের উপাচার্যকে পুনর্বহাল নজিরবিহীন ঘটনা বলে বিশেষজ্ঞ মহলের মত।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।