ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সাংবাদিকরা পেনশন পাবেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ভারতের ত্রিপুরার সাংবাদিকদের প্রতি মাসে পেনশন দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মহাকরনে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।



মানিক সরকার জানান, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সে বৈঠকেই সাংবাদিকদের পেনশন দেওয়ার ব্যাপারটি সিদ্ধান্ত নেওয়া হয়।

মানিক সরকার আরও জানান, রাজ্য সরকার স্বীকৃত সাংবাদিক যারা আছেন তারা যদি দশ বছর কাজ করেন এবং ৬০ বছরের বেশি বয়স হয়ে থাকে তবে তাদের মাসে এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। পেনশনের এই টাকা সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে।

এদিকে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী সাংবাদিকদের পেনশন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরা সরকার সাংবাদিদের জন্য পেনশন ঘোষণা করলো। অবশ্য আগরতলা প্রেস ক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন বেশকিছু দিন ধরে রাজ্যের সাংবাদিকদের জন্য পেনশন প্রকল্প চালু করার দাবি জানিয়ে আসছিল।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।