ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে আসছেন দ্রগবা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মে ২৩, ২০১২

নয়াদিল্লি: ভারতে আসছেন দিদিয়ের দ্রগবা। জার্মানিতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ চেলসির এই মহাতারকা আসছেন জুনের মাঝামাঝি।



আইভরি কোস্টের সুপারস্টার পেপসি টি-২০ ফুটবলের ‘গ্র্যান্ড ফিনালে’-তে যোগ দেবেন।

ওই প্রতিযোগিতার সংগঠকরা মঙ্গলবার জানিয়েছেন, জয়ী দলের সদস্যরা দ্রোগবার কাছে তালিম নেওয়ার সুযোগ পাবেন। তার পর তারা মুখোমুখি হবেন ক্রিকেট তারকাদের একটি দলের বিরুদ্ধে।

২০০৯ থেকে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর দ্রোগবা। বহুজাতিক কোমল পানীয় সংস্থাটি দেশজুড়ে ফুটবল-প্রচার চালাচ্ছে। দ্রগবার ভারত আগমন হচ্ছে তারই অংশ।

সংগঠকরা এও জানিয়েছেন, সারা দেশের মোট ৪৪৮টি টিম যোগ দিয়েছিল ২০ মিনিটের ওই প্রতিযোগিতায়। বিভিন্ন শহরের জয়ী দলগুলি এখন ‘গ্র্যান্ড ফিনালে’-তে খেলার জন্য তৈরি হচ্ছে। ১৭ জুন দিল্লিতে ওই আসর বসবে।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।