ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার আহ্বানে অস্ত্রসহ আত্মসমর্পণের পথে ৯ মাওবাদী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, মে ২৩, ২০১২

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে নজিরবিহীনভাবে এই প্রথম কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে চলেছেন ৯ জন মাওবাদী স্কোয়াড সদস্য।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ঝাড়গ্রামে রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের সামনে তারা আত্মসমর্পণ করবেন।

এই ৯জন আত্মসমর্পণকারীর মধ্যে রয়েছেন যৌথ বাহিনীর সাথে সংর্ঘষে নিহত মাওবাদী শীর্ষনেতা  কিষেণজির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জগন্নাথ সোরেন ওরফে হিরো।

অন্যান্য আত্মসমর্পণকারী সদস্যরা হলেন ললিত মাহাত ওরফে মোটা, শশধর মাহাত ওরফে শশ,খগপতি মাহাত, সুখেন বাস্কে, লক্ষীকান্ত বাস্কে, নিরঞ্জন নাগ ওরফে কঁকড় ও বুদ্ধেশ্বর টুডু।
 
২৪ নভেম্বর বুড়িশোলের জঙ্গলে নিহত হন মাওবাদী নেতা কিষেণজি। তারপর থেকেই মাওবাদী স্কোয়াড সদস্য হিরো ও তার সঙ্গীরা আত্মসমর্পণের কথা জানাতে থাকে। এদের সঙ্গে বিভিন্ন সূত্রে যোগাযোগ রাখার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী ।

বেশ কিছুদিন আগেই তারা রাজ্য স্বরাষ্ট্র দফতরে একটি তালিকা তৈরি করে পাঠিয়েছিল। কিন্তু প্রথমদিকে গুরুত্ব দেওয়া হয়নি। ভারতী ঘোষ ঝাড়গ্রামের এসপি হওয়ার পর তিনি বিষয়টি নিয়ে উদ্যোগী হন। এর আগে কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে কোনও মাওবাদী আত্মসমর্পণ করেননি ।

আগে যেসব মাওবাদীরা আত্মসমর্পণ করেন তারা দীর্ঘদিন আগে স্কোয়াড থেকে বাইরে ছিলেন। সে কারণেই তারা অস্ত্র ছাড়াই আত্মসমর্পণ করেছিলেন। এমনকি জাগরি বাস্কে ও সুচিত্রা মাহাতর আত্মসমর্পণ ঘিরে বিতর্ক হয়েছে।

সেখানে দাঁড়িয়ে এই ৯জন শীর্ষ মাওবাদী স্কোয়াড সদস্যের আত্মসমর্পণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আত্মসমর্পণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের।

সিআরপিএফের কাছে, যারা কেন্দ্রের নির্দেশে, রাজ্যের অনুমোদন বা আবেদনে বিভিন্ন জায়গায় কাজ করে সেখানে উদ্যোগ এরাজ্যেই প্রথম। যেটা কেন্দ্রীয় বাহিনীর কাছেও যথেষ্ট সাফল্যের।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।