ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইন্দিরা ভবনে নজরুল একাডেমির বিকল্প প্রস্তাব কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, মে ২৩, ২০১২

কলকাতা: রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী কলকাতা সল্টলেকে ইন্দিরা ভবনে নজরুল একাডেমির বদলে বিকল্প প্রস্তাব দিয়েছে জোট শরিক কংগ্রেস।

এদিকে, ইন্দিরা গান্ধির নামাঙ্কিত ফলক অক্ষত রেখেই সেখানে তৈরি হবে নজরুল একাডেমি৷ রাজ্যেরমন্ত্রী ও কংগ্রেস নেতা মানস ভুঁইয়াকে একথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী  ফিরহাদ হাকিম ৷


সরকারি এই সিদ্ধান্তের কথা  রাজ্য কংগ্রেস সভাপতি সাংসদ প্রদীপ ভট্টাচার্যকেও জানিয়ে দিয়েছেন মানস ভুঁইয়া ৷

এনিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, এই ইস্যুতে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান চান তারা ৷

২৫ মে সরকারি ভাবে ইন্দিরা ভবনে নজরুল একাডেমি গড়ার কাজ শুরু হবে ৷ এরইমধ্যে তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্দুল মান্নান বলেন, ইন্দিরা গান্ধি ও কাজী নজরুল দু’জনেই অত্যন্ত শ্রদ্ধেয় ৷তাই বিষয়টি নিয়ে তারা সংঘাত চান না।



তবে,সরকারি নথিতে ইন্দিরা ভবন নামে কিছু নেই, দাবি পুরমন্ত্রীর ৷এ দিন তাও খণ্ডনের চেষ্টা করেছে কংগ্রেস ৷

এ ব্যাপারে, ওই ভবনে একদা বসবাসরত প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্বাচনের সচিত্র পরিচয়পত্রকে হাতিয়ার করে মান্নানের দাবি, প্রয়াত মুখ্যমন্ত্রীর নির্বাচনী পরিচয়পত্রে ইন্দিরা ভবনের উল্লেখ রয়েছে৷

পাশাপাশি, নজরুল ভবন গড়া নিয়ে বিকল্প প্রস্তাবের কথাও এদিন জানান মান্নান ৷তিনি বলেন, ১৯৬৭ সালে, কলকাতার ভিআইপি রোডের কাছে বিদ্রোহী কবির বাড়ি তৈরির জন্য দশ কাঠা জমি বরাদ্দ করেছিল তৎকালিন যুক্তফ্রন্ট সরকার ৷সেই জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে৷ সেখানেই গড়া হোক নজরুল ভবন৷

এদিকে, ইন্দিরা ভবনে তাঁর নামাঙ্কিত গবেষণাগার তৈরির দাবিতে বিধাননগর টাউন কংগ্রেস রোববার ফলক লাগানোর পরেই তা খুলে ফেলে প্রশাসন৷ এর প্রতিবাদে বুধবার ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।