ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বনগাঁয় ১১ বাংলাদেশি গ্রেফতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ২৩, ২০১২

কলকাতা : বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করার দায়ে ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রেল পুলিশ। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ থেকে এদের আটক করে রেল পুলিশ।



জিআরপির ওসি কৃষ্ণপদ মালাকার জানিয়েছেন, এরা বনগাঁ স্টেশন থেকে কলকাতায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এদের বয়স  ২১ থেকে ২৬ এর মধ্যে।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা মাথাপিছু ১ হাজার টাকার বিনিময়ে বিনা পাসপোর্টে দালালের সাহায়তায় বেনাপোল সীমান্ত পেরিয়ে বনগাঁয় আসে। তাদের বাড়ি কুমিল্লা ও যশোর জেলায়।

গ্রেফতারকৃতরা আরো জানিয়েছে, মধ্যপ্রদেশের রায়পুর শহরে রাজমিস্ত্রির সহকারীর কাজ করার জন্য এসেছে। এদিন তাদের কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে রায়পুর যাওয়ার কথা ছিল।

অবৈধভাবে ভারতে প্রবেশ করার আইনে পুলিশ তাদের বিরুদ্ধ মামলা করছে।

বাংলাদেশ সময় : ১২৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
আরডি,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।