ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস কর্মী খুনের প্রতিবাদে বহরমপুরে হরতাল পালিত হচ্ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ২৪, ২০১২

বহরমপুর : দলীয় কর্মী বাপি ঘোষের খুনের ঘটনায় বৃহস্পতিবার কংগ্রেসের ডাকে মুশির্দবাদের বহরমপুরে ২৪ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে।

এর ফলে এলাকায় দোকানপাট সব বন্ধ রয়েছে।

রাস্তায় যানবাহন নেই বললেই চলে। সরকারি ও বেসরকারি অফিসেও এ হরতালের প্রভাব পড়েছে।

গত সোমবার নিখোঁজ হন কংগ্রেস কর্মী বাপি ঘোষ। ওই দিন তার রক্তাক্ত স্যান্ডেল ও সাইকেল পাওয়া যায়। পরে বুধবার তার লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় কংগ্রেসের কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ২জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।