ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সরকারি চিকিৎসকদের মর্জি মাফিক আচরণে লাগাম!

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  সরকারি ডিউটির সময় কিছুতেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকরা। সরকার কড়া হাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ত্রিপুরার সরকারি চিকিৎসকদের এভাবেই হুঁশিয়ার করে দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী তপন চক্রবর্তী। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আসছে। চিকিৎসকরা নাকি সরকারি ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস করছেন। যখন যেমন অভিযোগ আসছে সরকার ব্যবস্থা নিছে। মন্ত্রী জানান, সম্প্রতি এক চিকিৎসককে এ কারণে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। রাজ্য সরকার এটা কোন ভাবেই মেনে নেবে না যে চিকিৎসকরা সরকারই ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস করবে’

তপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকার ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের বিরুদ্ধে না। কিন্তু তা কোনভাবেই সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে করা যাবে না।

স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার কোটি কোটি টাকা ঢালছে স্বাস্থ্য পরিষেবার জন্য। কিন্তু কিছু কর্মীর জন্য এই পরিষেবা সবার কাছে ঠিক ভাবে পৌছাচ্ছে না। সরকার কড়া হাতে এদের মোকাবিলা করবে। ‘

তিনি বলেন, রাজ্যের বহু প্রাথমিক হাসপাতালে পরীক্ষাগার রয়েছে। কিন্তু অনেক চিকিৎসক সে সব পরীক্ষাগার ব্যবহার না করে রোগীদের বাধ্য করছেন হাসপাতালের বাইরে থেকে বেসরকারিভাবে পরীক্ষা করাতে। ’

 এসবের বিরুদ্ধেও সরকারব্যবস্থা নেবে জানানা মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।