ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেস-তৃণমূলকে দায়ি করলো সিপিএম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ২৪, ২০১২

কলকাতা: পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে দায়ি করলেন সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতা শ্যামল চক্রবর্তী।

বৃহস্পতিবার তিনি বলেন, সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে পেট্রোলের দাম বাড়ানো হল।

এছাড়া ৫ রাজ্যের নির্বাচনও শেষ হয়ে যাওয়ার পরে মোক্ষম সময় বেছে নিয়েছে ইউপিএ সরকার। ফলে এ নিযে সাংসদদের বিতর্ক এড়ানো গেল। সংসদীয় গণতন্ত্রের পক্ষে এটা একটা বিপজ্জনক প্রবণতা। তেল কোম্পানিগুলিকে একচেটিয়া অধিকার দেওয়ায় তারা ইচ্ছেমত তেলের দাম বাড়াচ্ছে। তারা কম পরিমাণ তেল তুলে দাম বাড়াচ্ছে।

এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী পেট্রোলের মূল্যবৃদ্ধির আন্দোলন নিয়ে নাটক করছেন, অভিযোগ করেন এই সিটু নেতা।

অভিযোগের সুরে তিনি বলেন, তিনি মানুষকে ঠকাচ্ছেন। কেন্দ্র সরকারের সঙ্গেও থাকবেন আবার পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদও করবেন। আগে পেট্রোলের দাম বৃদ্ধি হলে মমতা ব্যানার্জি বলতেন, রাজ্য সরকার তেলের ওপর ট্যাক্স কমাচ্ছেন না কেন। এখন তিনি বাস্তবে তার নিজেস্ব উপদেশ মেনে চলছেন না কেন প্রশ্ন শ্যামলবাবুর।

তিনি বলেন পেট্রোলের দাম বৃদ্ধিতে মোটরবাইক চালকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যানবাহনের ৫০ শতাংশ বাইক। ডিজেল বা কেরোসিনের দাম বাড়ালে বড় ধরনের প্রতিবাদ হবে। বামেরা বিভিন্ন জেলায় এর প্রতিবাদ জানাবে। ২৬শে মে বামেদের ১২টি যুব সংগঠন চাক্কা বনধের ডাক দিযেছে। বিকেল ৫টা থেকে ৫-১৫ মিনিট পর্যন্ত তা চলবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।