ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রেলমন্ত্রীর নেতৃত্বে কলকাতায় মিছিল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মে ২৫, ২০১২

কলকাতা: পেট্রোলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷

বৃহস্পতিবার বিকেলে মুকুল রায়ের নেতৃত্বে হাজরা থেকে মেয়ো রোড পর্যন্ত মিছিল করে তৃণমূল ৷

এদিনই পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ ইউপিএ-২ ছাড়ার সিদ্ধান্ত না নিলেও পেট্রোলের ব্যাপক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতার কথা ঘোষণা করেন তিনি ৷

পেট্রোলের মূল্যবৃদ্ধির ঘোষণার পরপরই বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, শরিকদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই যেভাবে তেলের দাম বাড়ানো হয়েছে, তা অন্যায়।

বর্তমান আর্থিক সঙ্কটের জন্য কেন্দ্রীয় সরকারের দায়ী করে তিনি বলেন, শুধু দাম না বাড়িয়ে, জনগণের উপরে চাপ না বাড়িয়ে পরিকল্পনা করা উচিত ছিল সরকারের।



স্থায়িত্বের প্রশ্নে এখনই ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করবেন না বলে জানান মমতা। তবে তিনি যে কেন্দ্রের ওপর চাপ ক্রমশ বাড়াবেন, সেই ইঙ্গিত দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘বেরিয়ে আসছি না বলে আমাদের প্রতিবাদ-প্রতিরোধের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা নয়। ’

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/এসএনএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।