ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে বামফ্রন্ট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১২

কলকাতা: ভারতে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামছে বামফ্রন্ট।

শুক্রবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রীটের দলীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘২৬ থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামফ্রন্ট।

৩১ মে ‘প্রতিবাদ দিবস’ পালনের পাশাপাশি মিছিলেরও আয়োজন করা হবে। ’

তিনি আরো বলেন, ‘পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কিছু করার নেই, কেন্দ্রের এই দাবি অসত্য। ’

তার দাবি, লোকসভা অধিবেশন শেষের আগে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে তেল সংস্থাগুলি। কেন্দ্র সরকারের মতামত অনুযায়ীই অধিবেশন শেষ হওয়ার পরেই দাম বাড়ানো হয়। পেট্রোলের দাম বাড়ানোর উপর সরকারের রাশ টানা উচিত।

এদিন পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাজে ও কথার মধ্যে মিল নেই। ’

পেট্রোলের দাম বৃদ্ধি রুখতে রাজ্য সরকারকে কর তুলে নিতেও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।