ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলের বেলপাহাড়িতে তৃণমূলকর্মী খুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২৬, ২০১২

বেলপাহাড়ি: পশ্চিমবঙ্গে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূলকর্মীকে খুন করেছে দুবৃত্তরা।

শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে জঙ্গলমহলের বেলপাহাড়ির ঢেলাইডিহায়।

নিহতের নাম শ্যামল সাহা। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্যামল সাহার পরিবারের অভিযোগ, রাত দুইটা নাগাদ সিপিএম আশ্রিত তিন সন্ত্রাসী অস্ত্রসশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। শ্যামলের বাবা এলাকার সক্রিয় তৃণমূলকর্মী সুধীর সাহার খোঁজে এসেছিল তারা।

সেই সময় সুধীরবাবু বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। দুষ্কৃত‍কারীরা সুধীরবাবুকে বাড়িতে না পেয়ে তার ছেলে শ্যামলকে তুলে নিয়ে যায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে ফেলে রেখে যায় তারা।

এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম মহকুমার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।