ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বৃষ্টির অভাবে কৃষকরা দুশ্চিন্তায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ২৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাড়ছে তাপমাত্রা। কিন্তু বৃষ্টির দেখা নেই।

প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন।

শনিবার ত্রিপুরা রাজ্যের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি। শুক্রবার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, রোদের প্রচণ্ড উত্তাপ থেকেই আকাশে সৃষ্টি হচ্ছে হালকা মেঘ। কিন্তু রাতের গরমে এই মেঘ বৃষ্টিতে রূপান্তরিত হতে পারছে না। ফলে বাতাসে প্রচুর জলীয়বাস্প থাকলেও দেখা নেই বৃষ্টির।

কৃষিবিদরা জানিয়েছেন, সহসা বৃষ্টি না হলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক দিন ধরেই রাজ্যে বৃষ্টি নেই। হালকা বৃষ্টি হলেও তা চাষের তেমন উপকারে আসছে না। মাঠে রয়েছে এখন কৃষকদের গ্রীষ্মকালীন সবজি।

তবে আশার কথা। শুক্রবারই আন্দামানে প্রবেশ করেছে মৌসুমি বায়ু।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সময় মতোই মৌসুমি বায়ু দেশে ঢুকেছে। এতে রাজ্যেও ঠিক সময়ে বর্ষা চলে আসবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।