ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোলের মূল্যবৃদ্ধির মিছিলে প্রতিবাদী মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১২
পেট্রোলের মূল্যবৃদ্ধির মিছিলে প্রতিবাদী মমতা

কলকাতা: ভারতের পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে চাপে রাখার জন্যকে পথে নেমে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷

শনিবার বিকেল ৫টায় দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্র৷ প্রতিটি ব্লক ও ওয়ার্ডে দলীয় কর্মীদের রোববার মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় মমতার একেবারে রাস্তায় নামা এই প্রথম।

এদিন প্রায় সাড়ে ৫ কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী৷ পেট্রোলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিকে জোরদার করতেই তার পথে নামা।



দলনেত্রী উপস্থিত থাকায় মিছিলে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এদিন মিছিলে পা মেলান তৃণমূল কর্মী-সমর্থকরা। হাজরা মোড়ে শেষ হয় মিছিল। ‘পেট্রোলের বর্ধিত মূল্য মানছি না’ স্লোগান ওঠে মিছিলে।

মিছিল শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং পেট্রোলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রোববার, ব্লকে-ব্লকে, ওয়ার্ডে-ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল৷’

উল্লেখ্য, পেট্রলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ভারতের রেলমন্ত্রী মুকুল রায়ে নেতৃত্বে বৃহস্পতিবারই রাস্তায় নামে তৃণমূল ৷

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মে ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।