ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে যুবদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘চাক্কা জ্যামের’ ডাক দিয়েছে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি।

আগামী ২৯ মে সারা রাজ্যে ১৫ মিনিটের প্রতীকী চাক্কা জ্যাম করবে সিপিএম’র এই যুব সংগঠন।



সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) ত্রিপুরা রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী জনিয়েছেন, ২৯ মে রাজ্যের সর্বত্র পথে নামবেন যুবরা। প্রায় এক লাখ নারী-পুরুষ ২৯ মে সংগঠনের পতাকা হাতে এই কর্মসূচিতে অংশ নেবেন।
ঐ দিন বেলা ১১টা থেকে সোয়া এগারটা পর্যন্ত চলবে চক্কা জ্যাম।

অমল চক্রবর্তী জানিয়েছেন, ত্রিপুরার অন্যান্য বামপন্থী যুব সংগঠনও তাদের এই আন্দোলনকে সমর্থন করেছে। তারাও সেদিন অংশ নেবেন চাক্কা জ্যামে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নেয়া হয়েছে।

রাজ্যের এই যুবনেতা বলেছেন, গত তিন বছরে পেট্রোলের দাম ৩০ টাকা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে দ্রব্যমূল্য বৃদ্ধিতে। তার ওপর আবার বাড়ানো হল পেট্রোলের দাম। সরকারের এই নীতি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এদিকে সিপিএম’র শ্রমিক সংগঠন সিআইটিইউ’র (সিটু) ত্রিপুরা রাজ্য কমিটি পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ তারিখ সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে।

ত্রিপুরার সর্বত্র পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ সংগঠিত করছে বামপন্থীরা।

বাংলাদেশ সময় : ১৭১৯ ঘণ্টা, ২৭ মে, ২০১২
সম্পদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।