ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিয়ালদহ স্টেশনে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, মে ২৮, ২০১২

লকাতা: ভিড়ে ঠাসা কলকাতার শিয়ালদহ স্টেশনের প্লাটফর্মের মধ্যেই ছুরি মেরে এক নারীকে খুন করল এক ব্যক্তি। পরে আততায়ী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।



ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টা নাগাদ শিয়ালদহ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। মৃতার নাম আশা ঘোষ। তিনি দক্ষিণ কলকাতার গড়িয়ার বাসিন্দা। অভিযুক্তের নাম গৌতম ঘোষ। তার বাড়ি উত্তর কলকাতার গিরিশ পার্কে।

পুলিশ সূত্রের খবর, গিরিশপার্কে একটি সোনার দোকানে কাজ করেন গৌতম। ওই এলাকায়ই কাজের বুয়া হিসাবে কাজ করতেন আশা দেবী। ঘটনার দিন আশা ও গৌতম বেশ কিছুক্ষণ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে একত্রে বসে কথা বলেন।

হঠাৎই আচমকা ছুটতে থাকেন আশা। তাড়া করে আশার মাথায় ও ঘাড়ে ছুরি মারে গৌতম। স্টেশনেই লুটিয়ে পড়েন আশা। এর পর নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।

ঘটনার পরই গোট স্টেশন চত্ত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দু’জনকেই নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশা দেবীকে মৃত বলে ঘোষণা করা হয়।

গৌতমের অবস্থাও আশঙ্কাজনক। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিবাহবর্হিভূত সম্পর্কের জেরেই আশা দেবীকে খুন করেছে গৌতম। এদিকে যে ছুরি দিয়ে আশা দেবীকে খুন করেছে গৌতম, সেটি স্টেশন চত্ত্বর থেকেই উদ্ধার হয়েছে। তবে ভীড় ঠাসা প্ল্যাটফর্মে পুলিশের নজর এড়িয়ে কী ভাবে এই ঘটনা ঘটল এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।