ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১২

কলকাতা : সড়ক দুর্ঘটনায় সোমবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ৩ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ আহতদের মধ্যে ৯ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্র জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ভূতল পরিবহ‍ন দফতরের একটি বাস দেশপ্রিয় পার্কের কাছে উল্টে যায়৷ এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় এক মহিলা, সাইকেল আরোহীসহ বাস কনডাক্টরের মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার পর বাসের কনডাক্টর বাসের চাকার নিচে আটকে ছিলেন৷

পরে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করেন৷  

সোমবার সকালের ব্যস্ত সময় দুর্ঘটনা হওয়ায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।



বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি / সম্পাদনা : আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর ও  অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।