ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দরজা খোলা এনডিএ’র, মমতাকে বার্তা বিজেপির

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ২৮, ২০১২

কলকাতা: রাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই। মমতা ব্যানার্জি চাইলে ভবিষ্যতে এনডিএর দরজাও তার জন্য খোলা রয়েছে।

কলকাতায় এসে তৃণমূল নেত্রীকে স্পষ্ট বার্তা দিলেন বিজেপি নেতা সুশীল মোদী। আর সেই সঙ্গেই উস্কে দিলেন জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা।

ইউপিএর প্রধান শরিক হওয়া সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দূরত্ব বাড়ছে তৃণমূলের। পেট্রোলের দাম বাড়ানো নিয়ে এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছেন মমতা ব্যানার্জি। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নতুন কৌশল বিজেপির। কলকাতায় এসে মমতার ভূয়সী প্রশংসা করে তাঁকে এনডিএ জোটে ফেরারও পরোক্ষ বার্তা দিলেন বিজেপি নেতা সুশীল মোদী।

রোববার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। ইউপিএর শরিক হয়েও তৃণমূল নেত্রী যেভাবে পথে নেমে কেন্দ্রের বিরোধিতা করেছেন তারও ভূয়সী প্রশংসা করেন মোদী।

পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীত্বে যে তাদের যথেষ্ট আস্থা রয়েছে সেকথাও গোপন করেননি মোদী।

বেশ কিছুদিন ধরেই এনডিএ-র শীর্ষ নেতৃত্বের তরফে ইঙ্গিত দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি এনডিএতে ফিরতে চাইলে তাঁর জন্য দরজা খোলা। ফলে বিজেপি নেতাদের এই ভাবে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসার পর দিল্লিতে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে জল্পনা দানা বাধছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ২৮, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।