ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামের কাছাড় থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  আসামের কাছাড় জেলা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।



উদ্ধার করা বিস্ফোরকগুলোর মধ্যে রয়েছে ছয়শ’টি জিলেটিন স্টিক, ৩৪০টি ইলেকট্রনিক ডিটোনেটার, ২ হাজার ৩০০টি নন ইলেকট্রনিক ডিটোনেটার, এবং ১৯২টি মিটার ফিউজ তার।

পুলিশের দাবি, মনিপুরের নাগা জঙ্গিদের জন্য ওই সব বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল।

আসামের কাছাড় জেলা থেকে রবিবার এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। কিন্তু বিস্ফোরকগুলো কোন জায়গা থেকে আনা হচ্ছিল সে সম্পর্কে পুলিশ কিছুই জানায়নি।

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।