ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মঙ্গলবার সকালে বীরের সংবর্ধনা সাকিবদের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১২

কলকাতা: আইপিএল জয়ী ভারতসেরা যোদ্ধাদের মাথায় বীরের শিরোপা তুলে দেওয়া হবে মঙ্গলবার সকালে ক্রিকেটেরই নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেনে ৷

সংবর্ধনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইডেনে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে গেট ৷ কলকাতা পুলিসের পক্ষে জানানো হয়েছে, শোভাযাত্রার সঙ্গে যারা হাঁটবেন তারা ইডেনে ঢুকবেন আকাশবানী ভবনের পাশের গেট দিয়ে ৷ গঙ্গা পেরিয়ে যারা আসবেন তারা ঢুকবেন ১৩ থেকে ১৭ নম্বর গেট দিয়ে৷

কলকাতা এবং শহরতলি থেকে এলে তারা ৪ থেকে ১২ নম্বর গেট গিয়ে ইডেনে ঢুকবেন৷

তবে, ক্লাব হাউসে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতি লাগবে৷ মঙ্গলবার ইডেনের সমস্ত গেট খোলা থাকবে৷

কলকাতা পুলিস সূত্রে আরও জানা গিয়েছে,কিং খান এবং নাইটদের মহাকরণ থেকে গাড়িতে ইডেনে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷তবে, হেঁটে গেলেও বিশেষ সুরক্ষার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ ৷যেসব দর্শক গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকবে৷

এছাড়াও, শোভাযাত্রা যে পথ দিয়ে যাবে, সেখানে সাময়িকভাবে যান নিয়ন্ত্রণ করা হবে৷ মঙ্গলবারই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৷ছাত্রছাত্রীদের রেজাল্ট পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হবে ৷

এদিন ইডেনে প্রবেশের জন্য কোনও টিকিট লাগবে না৷ সবাইকে ইডেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই৷

কেকেআরকে সংবর্ধনা দিতে সাজছে ইডেন ৷সিএবি পরিকল্পনা নিয়েছে,মাঠের ঠিক মাঝখানে তৈরি চারদিক খোলা মঞ্চ ৷যাতে স্টেডিয়ামের প্রতিটি কোণ থেকে দেখা যায় নাইট বরণের সব মুহূর্ত ৷এখানেই নাইটদের যৌথভাবে সংবর্ধনা দেবে রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা ৷থাকছে পুষ্পবৃষ্টির পরিকল্পনাও ৷

এদিন সংগীত পরিবেশন করবে বাংলা ব্যান্ড ভূমি, চন্দ্রবিন্দু এবং দোহার৷ নাইটদের জার্সির রং বেগুনিতে সেজে উঠবে ইডেন ৷সংবর্ধনার থিম ‘করেছি লড়েছি জিতেছি রে’৷

সোনার ছেলেদের সোনা দিয়ে বরণ করতে প্রস্তুত সিএবি৷ নাইট রাইডার্সের কোচ থেকে খেলোয়াড়, সবাইকে এক ভরির সোনার চেন উপহার দেবে সিএবি ৷প্রতিটি হারের সঙ্গে থাকবে সিএবির এমব্লেম খোদাই করা বিশেষ লকেট ৷এরকম ১৮টি চেন তৈরি করা হচ্ছে ৷

সব অনুষ্ঠান শেষ করে বিকেলের মধ্যেই শহর ছাড়বেন নাইটরা ৷সন্ধে নাগাদ মুম্বই গামী বিমান ধরবেন কিং খান ৷সাকিব সহ বিদেশী ক্রিকেটারও সন্ধ্যায় কলকাতা শহর থেকে চলে যাবেন নিজেদের দেশে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ২৯, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।