ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন মনমোহন সিং

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, মে ৩০, ২০১২
অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন মনমোহন সিং

নয়াদিল্লি: নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কড়া জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

মিয়ানমার সফরে থেকে দেশে ফেরার পথে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মনমোহন ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।



উল্লেখ্য, টিম আণ্ণার দুই সদস্য প্রশান্ত ভূষণ ও অরবিন্দ কেজরিওয়াল সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত হওয়ার অভিযোগ তুলে নয়া বিতর্ক তৈরি করেছেন।

তারা কয়লা খনির ব্লক বরাদ্দের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

এর পরিপ্রেক্ষিতে দেশে ফেরার পথে বিমানে এক সংক্ষিপ্ত বিবৃতি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে আনা অভিযোগকে দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন মনমোহন।

মনমোহন বলেছেন, অর্থমন্ত্রী ও রাজ্যসভার বিরোধী দলনেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক জীবন একেবারেই স্বচ্ছ্ব।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিন্দুমাত্র থাকলেই রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন মনমোহন সিং। টিম আণ্ণার সদস্যরা তার ও তার মন্ত্রিসভার ১৪ জন সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাকে দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন মনমোহন।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূ্ত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।