ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিল গেটস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১২

নয়াদিল্লি : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

রাজ্যে একদিনের সফরে এসে বুধবার দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রীর দফতরে যান তিনি।

জানা গিয়েছে, বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সম্পর্কে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

৫৬ বছরের গেটস মূলত পাঁচটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানা গিয়েছে। বিষয়গুলো হল- মায়েদের যত্ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা ও শিশু স্বাস্থ্য।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যটির বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন বিল গেটস।

বাংলাদেশ সময় : ১৯৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।