ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির হরতালে পশ্চিমবঙ্গে আংশিক সাড়া

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ৩১, ২০১২

কলকাতা: পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি`র ডাকা বৃহস্পতিবার ভারত জুড়ে হরতালের আংশিক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে।

কলকাতায় জনজীবন স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গ ও দক্ষিণের কয়েকটি জেলার এর প্রভাব পড়েছে।

অন্যদিনের তুলনায় ট্যাক্সির সংখ্যা বেশ কম হলেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে হাওড়া ব্রিজে হাওড়া অবরোধ করে হরতাল সমর্থকরা। ট্রেন চলাচল করলেও শিয়ালদহ শাখায় যাত্রীসংখ্যা ছিল অনেক কম।

উত্তর ২৪ পরগনার বারাসত চাঁপাডালি মোড়ে পথ অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থনকারীরা। বাস আটকায় তারা। লাঠি দিয়ে বাসের কাঁচ ভাঙা হয়। শ্যামনগরে ২৩নং রেলগেটে ৬টা থেকে ৮টা পর্যন্ত রেললাইনে বসে পড়ে হরতাল সর্মথকরা। এরপরে ট্রেন থেকে নেমে পড়ে যাত্রীরা।

এক পর্যায়ে হাতাহাতি বেঁধে য়ায়। অবরোধকারীদের হঠিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যায় যাত্রীরা। পুলিশ বাহিনী এসে তাদের গ্রেফতার করে।

আগরপাড়া স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে রেল অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। বারাকপুর শিল্পাঞ্চলে সকাল থেকে দফায় দফায় সড়ক ও রেল অবরোধ হয়। এ ঘটনায় ১৫ জন গ্রেফতার হয়েছে।

সকালে বনগাঁ ও হাসনাবাদ শাখায় রেল অবরোধ হলেও, পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। ঘোষপাড়া রোডে কাঁকিনাড়া, শ্যামনগর চৌমাথা, কাঁকিনাড়া সড়ক অবরোধ করে হরতাল সমর্থনকারীরা।
হরতালে অন্য দিনের মতো বেসরকারি বাস রাস্তায় নামেনি। বন্ধ রয়েছে হুকুমচাঁদ জুমিল। কলকারখানায় উপস্থিতি প্রায় ২৫ শতাংশ কম।

বর্ধমানের সর্বত্র হরতালের যথেষ্ট প্রভাব রয়েছে। বন্ধ রয়েছে শহরের সব দোকানপাট। সরকারি বাস চললেও বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল।

বাঁকুড়ার রামসাগরে আধঘণ্টা ট্রেন অবরোধ করে বিজেপি সদস্য সমর্থকরা। এরফলে গড়বেতা হাতিয়া প্যাসেঞ্জার, আদ্রা-হাওড়া শিরোমনি প্যাসেঞ্জার আটকে ছিল বেশ কিছুক্ষণ। পরে আরপিএফ এবং ওন্দা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

এনডিএর ডাকা হরতালের মিশ্র প্রভাব পড়েছে মালদার জনজীবনে। আটকে মালদা-ইন্টারসিটি ডাউন এক্সপ্রেস। সরকারি বাস চলাচল করলেও, বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল। জায়গায় জায়গায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে হরতাল সমর্থনকারীরা।

শিলিগুড়িতে হরতালের ভালো প্রভাব পড়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ। রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম। তবে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলছে। শিলিগুড়ির ভেনাস মোড় থেকে ৭ জন হরতাল সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মোর্চার বিরোধিতায় দার্জিলিং পাহাড়ের ৩ মহকুমায় বনধের কোনও প্রভাব পড়েনি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।