ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত জুড়ে আংশিক সাড়া হরতালে : দিল্লিতে বাম নেতারা গ্রেফতার

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ৩১, ২০১২

নয়াদিল্লি : পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ডাকা হরতালে বৃহস্পতিবার আংশিক প্রভাব পড়েছে ভারতে।

বিজেপি  ও তার শরিক দলের শাসিত রাজ্যগুলোর পাশাপাশি গোটা উত্তর ও পশ্চিম ভারতে এ হরতালের প্রভাবে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে।



এদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তরপ্রদেশ জুড়ে অবরোধ কর্মসূচি পালন করছে শাসক সমাজবাদী পার্টি। ফলে সে রাজ্যের জনজীবন কার্যত স্তব্ধ। অন্যদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সকালে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদে বিক্ষোভ দেখান বামেরা।

ভারতের রাজধানী দিল্লির রাস্তায় সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুব কম। চালকরা হরতালে সামিল হওয়ায় দিল্লিতে চলাচল করছে না প্রায় ৫৫ হাজার অটোরিকশা। প্রায় চলছে না ট্যাক্সিও।

বিভিন্ন জায়গায় হরতাল সমর্থকরা পিকেটিং করছেন। মোতায়েন করা হয়েছে পুলিশ। দিল্লির বড় বাজারগুলো বন্ধ রয়েছে। দিল্লি সংলগ্ন শহরতলী এলাকাতেও হরতালের প্রভাব পড়েছে।

দিল্লিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, সাংসদ সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজাসহ একাধিক বামনেতা। তাদের সঙ্গে গ্রেফতার হয়েছেন শতাধিক বামকর্মী।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও হরতাল চলছে। সড়কে অটো-ট্যাক্সি-বাসের সংখ্যা খুব কম। বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে দোকানপাট। যে সব জায়গায় শিবসেনা ও বিজেপির প্রভাব রয়েছে সেখানে হরতাল প্রায় সর্বাত্মক চেহারা নিয়েছে। রাস্তায় রাস্তায় চলছে পিকেটিং। তবে, মুম্বাইয়ে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঞ্জাবে এনডিএর শরিক শিরোমণি অাকালি দলের কর্মীরা সক্রিয়ভাবে হরতাল সফল করেছেন।

বৃহস্পতিবার সকালে বিহারের পাটনায় জনতা দল(ইউ) সমর্থকরা ট্রেন অবরোধ করেন। উত্তরপ্রদেশের এলাহাবাদে রেলস্টেশন অবরোধ করেন সমাজবাদী পার্টি সমর্থকরা। দুই শহরেই আটকে পড়ে একাধিক ট্রেন।

কলকাতাগামী বহু যাত্রী আটকে পড়েন বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশনে।

দক্ষিণের আর এক রাজ্য কর্নাটকেও হরতালের প্রভাব পড়েছে।

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, মে ৩১, ২০১২

আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।