ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বামফ্রন্টের বারো ঘণ্টার বন্ধে ব্যাহত ত্রিপুরার জনজীবন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ৩১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বামফ্রন্টের ডাকা বারো ঘণ্টার বন্ধে ব্যাহত  ত্রিপুরা রাজ্যের জনজীবন। বৃহস্পতিবার রাজ্যের কোথাও দোকান-পাট, অফিস-আদালত খোলেনি।

রাস্তায় নামেনি কোনো যানবাহনও।

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারতে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের পাঁচটি বামপন্থী দল।

এদিন একই ইস্যুতে সারা দেশে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার পেট্রোলের লিটারপ্রতি সাড়ে সাত টাকা মূল্য বাড়ায়। এর প্রতিবাদে সারা দেশে সোচ্চার হয়েছে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল। কেন্দ্রীয় সরকারের শরিক দলগুলোও এর প্রতিবাদ করছে।

গত কয়েকদিন ধরে পেট্রোলের দাম বাড়ানোর পর থেকেই রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিপিএম। দলের অঙ্গ সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি নিচ্ছে দাম বাড়ার প্রতিবাদে। এর সঙ্গে বন্ধের প্রচার নিয়ে যাওয়া হয়েছিল সমাজের সব অংশের মানুষের কাছে। এর ফলও পাওয়া যায় বৃহস্পতিবার। সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল ত্রিপুরা।

রাজ্য প্রদেশ কংগ্রেস বামপন্থীদের ডাকা এ বন্ধের বিরোধিতা করেছিল। বন্ধ ভাঙতে অবশ্য কংগ্রেস কর্মীরা রাস্তায় নামেননি।

বামপন্থী পিকেটাররা আগরতলায় হাইকোর্টের বেঞ্চও বসতে দেননি। হাইকোর্টের বিচারক আদালতে ঢুকতে গেলে তাকে বাঁধা দেওয়া হয়। পরে তিনি ফিরে যান।

আগরতলা থেকে কোনো ট্রেনও যাওয়া-আসা করেনি।

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, মে ৩১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।