ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৬ পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ১, ২০১২

কলকাতা: রাজ্যের ৬ পৌরসভার নির্বাচনের জন্য প্রচারণা শুক্রবার শেষ হল। রোববার এই পৌরসভাগুলোতে ভোট নেওয়া হবে।



কড়া রোদ উপেক্ষা করেই এদিন সকাল থেকেই হলদিয়া, দূর্গাপুর, পাঁশকুড়া, নলহাটি, ধুপগুড়ি ও কুপার্স ক্যাম্প পৌরসভা এলাকায় প্রচারে নামে সব রাজনৈতিক দল।

সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। চলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার।

রোববার হলদিয়া, দূর্গাপুর, পাঁশকুড়া, নলহাটি, ধুপগুড়ি ও কুপার্স ক্যাম্প পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পৌরসভাগুলির মধ্যে হলদিয়া, দূর্গাপুর ও ধুপগুড়িতে ক্ষমতায় আছে বামেরা। অন্যদিকে নলহাটি ও কুপার্স ক্যাম্প কংগ্রেসের দখলে এবং পাঁশকুড়ায় ক্ষমতা আছে তৃণমূল ।

এ পৌরসভাগুলিতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস আলাদা আলাদা লড়াই করায় সবক্ষেত্রেই ত্রিমুখি লড়াই হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

রাজ্যে পালাবদলের পর পৌরসভার নির্বাচনেই জনসমর্থন নিজেদের দিকে ধরে রাখতে মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূলের প্রথম সারির সব নেতাই প্রচারে অংশ নেন।

অন্যদিকে এই নির্বাচনের মধ্যে দিয়ে পায়ের তলা থেকে সরে যাওয়া মাটি ফেরত পেতে মরিয়া বামফ্রন্ট নেতৃত্ব। তাই এই নির্বাচন উপলক্ষে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা বিভিন্ন জনসভা ও পদযাত্রায় অংশ নেন।

নির্বাচনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে মরিয়া কংগ্রেসও। ক্ষমতায় থাকা কুপার্স ক্যাম্প ও নলহাটিতে ক্ষমতা ধরে রাখতে প্রচারে নেমেছে রাজ্য কংগ্রেসের প্রথম সারির সব নেতাই।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।