ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫০ শতাংশ কর্মীর স্বেচ্ছাবসরের বার্তা পরিবহণমন্ত্রীর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুন ১, ২০১২

কলকাতা: লোকসানে চলা পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের ৫০ শতাংশ কর্মীর স্বেচ্ছাবসরের ভাবনার কথা জানালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

শুক্রবার মহাকরণে শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পরিবহণমন্ত্রী জানান, পরিবহনে বিপুল পরিমাণ সরকারি ভর্তুকি কমাতে স্বেচ্ছাবসরের ভাবনা চিন্তা করা হচ্ছে।

শনিবারই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে বার্তা দেওয়া হবে।

এদিন তিনি বলেন, বহু সরকারি গাড়ি বসে যাওয়ায় ও অসুস্থতার অজুহাতে কাজ না করাই স্বেচ্ছাবসারের ধারণার উদয় হচ্ছে। শারিরিক অসুস্থ কর্মীদের বিশেষ মেডিক্যাল পরীক্ষাও করা হবে।

তবে তিনি জানান, ৫০ শতাংশ কর্মীর স্বেচ্চাবসরের জন্য সরকারি কোষাগার থেকে ২০০-২৫০ কোটি রুপি খরচ করতে হবে। এই বিষয়েই মুখ্যমন্ত্রীর অনুমোদন ও মতামত জানার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে পরিবহণ মন্ত্রীর এই বার্তার কড়া নিন্দা করা হয়েছে।

বলা হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যে বহু চাকরির আশ্বাস দিচ্ছেন। আর তার সরকারের বিভিন্ন দফতরই কর্মী ছাটাই করে কর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।