ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সংক্ষিপ্ত সফরে কলকাতায় প্রধানমন্ত্রী মনমোহন সিং

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ২, ২০১২

কলকাতা: মাত্র তিন ঘন্টার সংক্ষিপ্ত সফরে শনিবার সকালে কলকাতায় আসেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এদিন তিনি কলকাতার সল্টলেকের বোস ইনস্টিটিউটে ও কলকাতা বিশ্ববিদ্যালয় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেন তিনি।



এদিন সকাল সাড়ে ১০টায় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে দিল্লি থেকে আসেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিলাস রাও দেশমুখও।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন, রাজ্যের মন্ত্রী অমিত মিত্র, সুব্রত মুখার্জি, পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব সমর ঘোষ প্রমুখ।

বিমানবন্দর থেকে তিনি যান সল্টলেকের সেক্টর ফাইভে। সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী বোস ইনস্টিটিউটে ইউনিফায়েড একাডেমিক ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিলাস রাও দেশমুখ, রাজ্যের মন্ত্রী অমিত মিত্র, সুব্রত মুখার্জি, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ।

সেখান থেকে সড়কপথে দুপুর ১২টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতীয় বিজ্ঞান কংগ্রেসের শততম অধিবেশনের সূচনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়নণ, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিলাস রাও দেশমুখ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস প্রমুখ।

অনুষ্ঠানের সূচনার পর প্রধানমন্ত্রী বক্তব্য পেশ করেন।

পরে দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রেসকোর্স হেলিপ্যাডের উদ্দেশে রওনা হন মনমোহন সিং।

সেখান থেকে হেলিকপ্টারে দমদম বিমান বন্দরে গিয়ে দুপুর দেড়টায় দিল্লির উদ্দেশ্যে বিমানে রওনা হন প্রধানমন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ০২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।