ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্দলীয় বিধায়ক ভরত সিং গুলিবিদ্ধ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ২, ২০১২

নয়াদিল্লি: দিবালোকে সড়কের ওপর এক বিধায়কের ওপর গুলি চালালো দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে দিল্লির নজফগড়ের সারঙ্গপুরে।



শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ কার্যালয়ের বাইরে আক্রান্ত হন আইএনএলডি সমর্থিত নির্দলীয় বিধায়ক ভরত সিং।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৫ জনের একটি দুষ্কৃতিকারী দল তার ওপর হামলা চালায়। খুব কাছ থেকে ৩৫ বছরের এই বিধায়ককে গুলি করা হয়।

গুরুতর অবস্থায় তাকে স্থানীয় চাননদেবী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হন।

আহত বিধায়ক ভরত সিং দিল্লি পৌরসভার কাউন্সিলর কৃষাণ পেহেলওয়ানের ভাই। কৃষাণ পেহেলওয়ানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ঘটনার পরই দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত এ ব্যাপারে দিল্লির পুলিশ কমিশনার বি কে গুপ্তার সঙ্গে বৈঠক করেন।

আইএনএলডি সভাপতি ওমপ্রকাশ চৌতালা এবং দিল্লির বিজেপি নেতা বিজয় মালহোত্রা এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় রাজধানী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।