ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় লরির ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ৭, ২০১২

কলকাতা : কলকাতায় কর্তব্যরত অবস্থায় লরির ধাক্কায় নিত্যরঞ্জন নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার সকালে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মসজিদ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বারাসত থেকে আসা জঞ্জাল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কনস্টেবলকে ধাক্কা মারে। পরে একটি অটো রিকশাকেও ধাক্কা মারে লরিটি। আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটো রিকশাচালক ও একজন অটোযাত্রীও গুরুতর আহত হয়েছেন। লরির চালক পলাতক রয়েছেন।

এ ঘটনায় যান চলাচল ব্যাহত হয়।  

বাংলাদেশ সময় : ১৭০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।