ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৯

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ৯, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গে তিনটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে  বিএসএফ ও পুলিশ সদস্য রয়েছে।



শুক্রবার রাতে বালুরঘাট থানার পতিরাম এলাকায় লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৭ জন।

স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন রাত ১০টায় বিএসএফ গেটের কাছে ১০ চাকার লরির ধাক্কায় উল্টে যায় বরযাত্রীবোঝাই পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হন।

পরে স্থানীয় বাসিন্দা এবং পতিরাম ফাঁড়ির পুলিশের উদ্যোগে গুরুতর আহত যাত্রীদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া ১০ জনের বেশি যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্র্র্তি আছেন।  

অন্যদিকে এদিনই কৃষ্ণনগর থেকে করিমপুরগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক বিএসএফ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপরই সীমানগর এলাকায় দশ-বারোটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা এবং বিএসএফ জওয়ানরা। ঘাতক বাসটিতে পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়া শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে নিহত হন সাব ইন্সপেক্টর তপন মণ্ডল।

ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ কনস্টেবল।   পুলিশ সদস্যরা সবাই খড়গপুর গ্রামীণ থানার কর্মী।

বাংলাদেশে সময় : ১৩৪৪ ঘণ্টা, জুন ০৯, ২০১২
আরডি/সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।