ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় চার কয়েদীর উচ্চ মাধ্যমিক পাস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  জেলের চার দেওয়ালের মধ্যে থেকেই উচ্চ মাধ্যমিক পাস করল চার যুবক।

বৃহস্পতিবার দিন ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয়।

এতে দেখা যায়, আগরতলা কেন্দ্রীয় কারাগারে বসে পরীক্ষা দিয়েছিলেন চার জন। চার জনই পাস করেছেন উচ্চ মাধ্যমিক।

শুধু এখানেই শেষ নয়। কারাগারে বন্দি রাজেশ সাহা পাস করেছেন প্রথম বিভাগে। তিনি পেয়েছেন ৭২ শতাংশ নম্বর।

অন্য তিন জন হল মানব সরকার, দাবাশিস সাহা ও রোহিদ মিয়া। তিন জনেই পাস করেছেন ৫০ শতাংশের বেশি নম্বর পেয়ে।

তাদের মধ্যে রোহিদ মিয়া যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। সে কাজ করত ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান হিসাবে। বছর খানেক আগে সে তার তিন সহকর্মীকে হত্যা করে তাদের অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিল। পালিয়ে সে যোগ দেয় সন্ত্রাসবাদী দলে। বছর কয়েক আগে ঘটা এ ঘটনা গোটা রাজ্যে আলোড়ন তুলেছিল।

পরে সে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। রোহিদ মিয়া এবার জেলের ভেতরে বসেই পাস করল উচ্চ মাধ্যমিক। সে আরও পড়তে চায়। আরও জানতে চায় এখন।

জেলার বানীকান্তি দেববর্মা জানিয়েছেন, যারা জেলের ভেতর থেকে পড়াশুনা করছেন তাদের দৈনন্দিন কাজ কর্মে অনেক ছাড় দেওয়া হয়েছে। জেলের মধ্যে যারা একটু শিক্ষিত তারাই অন্যদের পড়াচ্ছে। তার মতে জেল হল সংশোধনাগার। আমরা তাদের সেভাবেই গড়ে তুলতে চাই।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ৮, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।