ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চ্যানেলের টকশোতে বক্তব্য দেওয়ায় দুই অধ্যাপককে কৈফিয়ত তলব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ৮, ২০১২

কলকাতা: টিভি চ্যানেলে টকশোর মাধ্যমে সরকার বিরোধী মতপ্রকাশ করায় দুই অধ্যাপকের কাছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কৈফিয়ত তলব করা নিয়ে শিক্ষামহলে বিতর্ক দেখা দিয়েছে।

সম্প্রতি ঝাড়গ্রাম রাজ কলেজের অর্থনীতির অধ্যাপক দেবাশিষ সরকার ও হুগলি মহসিন কলেজের অধ্যাপিকা শম্পা সেন টকশোতে সরকার বিরোধী মত প্রকাশ করেন বলে খবর।

এ ঘটনার জেরে তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়।

এ নিয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘সরকারি কলেজের ওই দুই অধ্যাপক সংবাদমাধ্যমে অংশগ্রহণ করার আগে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা, সে বিষয়েই জানতে চাওয়া হয়েছে। ’

অন্যদিকে অধ্যাপক দেবাশিষ সরকার জানিয়েছেন, ‘অনুমতি বিষয়টির পাশাপাশি মতপ্রকাশের বিষয়টিও সরকারি চিঠিতে উল্লেখ আছে। ’
তিনি নির্ধারিত ১৫ দিনের মধ্যেই লিখিত জবাব দেবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।