ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি পদে মমতার দেওয়া প্রস্তাব খারিজ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১২
রাষ্ট্রপতি পদে মমতার দেওয়া প্রস্তাব খারিজ

নয়াদিল্লি : ভারতের রাষ্ট্রপতি পদের জন্য মমতা-মুলায়মের দেওয়া সবক’টি নামই বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে কংগ্রেস।

বৃহস্পতিবার দিল্লির দশ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে কংগ্রেস নেতা জনার্দন ত্রিবেদী এ তথ্য জানিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আগামী ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন মনমোহন সিং।

সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি এবং সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকেও কংগ্রেসের সমর্থনের কোনো প্রশ্নই আসে না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির ওপর ক্ষোভ প্রকাশ করে জনার্দন ত্রিবেদী আরো বলেন,  সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রীর যে আলোচনা হয়েছে তা একান্তই ব্যক্তিগত পর্যায়ে। সেটা প্রকাশ্যে আনা একেবারেই অনুচিত।

এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জটিলতা অন্য মাত্রা নিল। রাইসিনা প্যালেসের পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন, এ নিয়ে রাজধানীর সর্বত্র জল্পনা এখন তুঙ্গে।

সেই সঙ্গে এ ইস্যুতে ইউপিএ’র দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নতুন করে সংঘাত নিয়েও চলছে আলোচনা।

যদিও অন্য একটি সূত্রের খবর,  মমতার সঙ্গে থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির নাম নিয়ে জোরদার আপত্তি না জানানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে সমাজবাদী পার্টির নেতৃত্ব।

জানা গেছে,  বৃহস্পতিবার সকালে ঘনিষ্ঠ মহলে ‘অফ দ্য রেকর্ড’ সে কথা জানিয়েও দিয়েছেন মুলায়ম সিং যাদবের ভাই তথা দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব।

এ পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জটিলতা কাটাতে সকাল থেকেই জোর তত্পরতা শুরু হয়েছে কংগ্রেস শিবিরে।

সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে সকালেই দশ জনপথে পৌঁছন প্রণব মুখার্জি। কিছুক্ষণ পর সেখানে হাজির হন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিও। একে একে উপস্থিত হন টি আর বালু, পি চিদম্বরমও।

সোনিয়া গান্ধীর সঙ্গে প্রণব মুখার্জির বৈঠকের পরে আলোচনায় বসবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আহমেদ প্যাটেলের নেতৃত্বে ওই বৈঠক হবে। বিকেল সাড়ে পাঁচটায় বৈঠকে বসবে কংগ্রেস কোর কমিটি।

রাষ্ট্রপতি পদে প্রার্থী স্থির করা নিয়ে সাম্প্রতিক জটিলতার মাঝেই বুধবার রাতে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রীর দফতর বিষয়ক প্রতিমন্ত্রী ভি নারায়ণ স্বামী।

নির্বাচনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা শুরু করেছে কংগ্রেস। তৃণমূলের ‘ঘাটতি’ পূরণ করতে মায়াবতীর বিএসপির সঙ্গেও কংগ্রেস হাইকমান্ড যোগাযোগ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।