ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের সাবেক সাংসদের স্বামী ও জামাই গ্রেফতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ১০, ২০১২

কলকাতা: জালিয়াতির অভিযোগে রোববার গ্রেফতার করা হল রাজ্যসভার সিপিএমের সাবেক সাংসদ সরলা মাহেশ্বরীর স্বামী অরুন মাহেশ্বরী ও জামাই অমিতাভ কেজেরিওয়ালকে।

এদিন ভোরে বিধাননগর পুলিশ কমিশনারেট তাদের গ্রেফতার করে।

বিধাননগর থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।  

বেশ কিছুদিন আগেই সরলা মাহেশ্বরীর স্বামী ও জামাইয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। বেনামে জমি কেনা, জালিয়াতি, জাল প্যানকার্ড ও ভোটার কার্ড তৈরি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে অশ্লীল সিডি বানানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ সব বিষয়েই তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে জানা গেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে দেওয়ার জন্যই আবেদন জানানো হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে আয়কর দফতর সরলা মাহেশ্বরীর বাড়িতে তল্লাশি চালায়। সেবারও অরুন মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ সময় : ১৭১৭ ঘণ্টা, জুন ১০, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।