ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাবেক সাংসদ অনিল বসুকে বহিষ্কার করলো সিপিএম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১২

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আরামবাগের সাবেক সাংসদ অনিল বসুকে রাজ্য কমিটির বহিষ্কার সিদ্ধান্তে সিলমোহর দিল সিপিএমের কেন্দ্রীয় কমিটি।

রোববার নয়াদিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে অনিল বসুকে বহিষ্কার সংক্রান্ত রাজ্য কমিটির প্রস্তাব পেশ করা হয়।

কেন্দ্রীয় কমিটি সে প্রস্তাব অনুমোদন করে।

এর আগে দুর্নীতির অভিযোগে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল অনিল বসুকে। পরে স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করে রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি বিমান বসুকে আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

এরপর কয়েকটি দলীয় কর্মসূচিতে যোগ দিলেও দলের সঙ্গে তার দুরত্ব বাড়তে থাকে। গত মঙ্গলবার রাজ্য কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়। কিন্তু সাবেক সাংসদ হওয়ায় তার বহিস্কারের বিষয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রয়োজন ছিল।

বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১২
আরডি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।