ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএর প্রস্তাব খারিজ করে পাহাড়ে হরতালের ডাক মোর্চার

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ১১, ২০১২

শিলিগুড়ি: জিটিএ নিয়ে ফের পাহাড়ে আন্দোলনে নামতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। সাবেক বিচারপতি শ্যামল সেন কমিটির সুপারিশ তারা মানবে না বলে আগামী ২, ৩ ও ৪ জুলাই দার্জিলিং পাহাড় ও তরাই-ডুয়ার্সে হরতাল ডেকেছে মোর্চা।



রোববার দুপুর দুইটায় দার্জিলিং-এর পাতলেবাসে জনমুক্তি মোর্চার সমস্ত শাখা সংগঠনকে নিয়ে বৈঠক করার পর মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়ে দিয়েছেন, সুপারিশে কেন তাদের আপত্তি তা তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাবেন। এর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা।

রোশন গিরি আরও জানিয়েছেন, মোর্চার বিধায়করা আগামী ১৭ জুলাই ইস্তফা দেবেন বিধায়কপদ থেকে। ওইদিনই জিটিএ-র কপি পোড়ানো হবে মোর্চার তরফে।

অন্যদিকে, তরাই-ডুয়ার্সের একটি মৌজাও জিটিএতে অন্তর্ভুক্ত করতে দেবে না আদিবাসী বিকাশ পরিষদ। এদিন মালবাজারে বৈঠকের পর একথা জানান সংগঠনের নেতৃত্ব।

আদিবাসী বিকাশ পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, সাবেক বিচারপতি শ্যামল সেনের সুপারিশ তারা মানছে না।

উল্টে আগের গোর্খা পার্বত্য পরিষদের অন্তর্ভূক্ত ১৮টি মৌজাও ফেরত চেয়েছে তারা। জলপাইগুড়ির মালবাজারে কমিটির সুপারিশ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল বিকাশ পরিষদ নেতৃত্ব।

শনিবারই কমিটির রিপোর্ট সামনে আসার পর, আদিবাসী বিকাশ পরিষদের নেতা বীরসা তিরকে প্রথমে ইতিবাচক প্রতিক্রিয়া জানান। কিন্তু পরে সংযত হয়ে যায় সংগঠন।

জানিয়ে দেওয়া হয়, বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আদিবাসী বিকাশ পরিষদ নেতৃত্ব জানিয়েছে, যে পাঁচটি মৌজা জিটিএ-তে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে কত সংখ্যক আদিবাসী বসবাস করেন, আগে তা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।