ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে ভূমিকম্প

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ১১, ২০১২

নয়াদিল্লি: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরে সোমবার ভূমিকম্পের ঘটনা  ঘটল ।

রাজ্য প্রশানস সুত্রে জানানো হয়েছে, এদিন সকালে এই ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়ালেও কোনও প্রাণহানির খবর নেই।

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬ ।

এই কম্পনের উৎসস্থল ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২১৪ কিলোমিটার উত্তর পশ্চিমে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলের হিন্দুকুশ পর্বতমালা। কম্পনের তীব্রতা টের পাওয়া যায় পেশওয়ার এবং সংলগ্ন অংশেও।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।