ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের আর্থিক প্যাকেজ নিয়ে প্রণব মুখার্জি-অমিত মিত্র বৈঠক

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুন ১১, ২০১২

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের আর্থিক প্যাকেজ নিয়ে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সোমবার দিল্লিতে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজেদের দাবি-দাওয়া মিটিয়ে নিতে চায় তৃণমূল কংগ্রেস।

রাজ্যের অতিরিক্ত আর্থিক প্যাকেজের জন্যই এ বৈঠক।

বৈঠক শেষে অমিত মিত্র বলেন, ‘আলোচনা ইতিবাচক। আলোচনা হয়েছে। আলোচনা চলেছে। আরো আলোচনা বাকি আছে। ’

রাজ্যের অর্থমন্ত্রী বলেন, তাদের দাবির কথা বহুবার সরকারের কাছে পেশ করা হয়েছে। এখন উত্তরের অপেক্ষা। সরকারের ঋণের সুদ ৩ বছরের জন্য মওকুফ করার কথা বহুদিন ধরে জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি আরো বলেন,  বর্তমানে সরকারের ঋণের পরিমান ২ লাখ ২২ হাজার কোটি রুপি। আলোচনায় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বার্তা তিনি মমতার কাছে কাছে পৌঁছে দেবেন।

আগেও রাজ্য সরকারের বিভিন্ন দাবি-দাওয়া মিটিয়েছে কেন্দ্র সরকার। ফলে আশাবাদী রাজ্য সরকার।

ন্যাশনাল স্মল সেভিংস ও স্টেট প্রভিডেন্ট ফান্ড থেকে নতুন রাজ্য সরকার ঋণ নিয়েছে। এই দু’টি ক্ষেত্রে রাজ্য সরকারকে সুদে দিতে হবে না জানিয়েছে কেন্দ্র।

২০১৫ সালের আগে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যোজনা কমিশন। পাঞ্জাব ও কেরলের আর্থিক ঋণের পরিমান অনেক।

পশ্চিমবঙ্গকে বিশেষ সুবিধা দিলে ওই রাজ্যগুলোও সুবিধা চাইবে। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস যথেষ্ট চাপে রয়েছে।

বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, জুন ১১, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।