ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা-মোর্চা বৈঠক দু’দিন পিছিয়ে গেল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১২, ২০১২

কলকাতাঃ ইউপিএ`র চেয়ারম্যান সোনিয়া গান্ধির জরুরি তলব পেয়ে মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে আগামী ১৪ জুন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্ধারিত বৈঠক হচ্ছে না।



এই বৈঠক দু’দিন পিছিয়ে ১৬ তারিখ অনুষ্ঠিত হবে। এদিনই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নির্ধারিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর দফতর থেকে মোর্চা নেতৃস্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়। নির্ধারিত বৈঠক দু’দিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হলে মোর্চার পক্ষ থেকে তাতে সম্মতি দেওয়া হয়।

উল্লেখ্য, সাবেক বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুযায়ী জিটিএর আওতায় মাত্র ৫টি মৌজা সংযুক্তি নিয়ে অসন্তষ্টি প্রকাশ করে জনমুক্তি মোর্চা। তাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চাওয়া হলে আগামী ১৪ জুন বৈঠক নির্ধারিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।