ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অমৃতসরে কাগজকলে ২১ ঘণ্টায়ও আগুন নেভেনি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ১৩, ২০১২

নয়াদিল্লি : ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের খান্না পেপারমিলে বিধ্বংসী আগুন লেগেছে ৷ সেখানে ২১ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন  নিয়ন্ত্রণে আনতে যুদ্ধ তৎপরতা যাচ্ছে দমকলের কুড়িটিরও বেশি ইঞ্জিন ৷

পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন ৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা ৷

দমকলের অনুমান আগুন পুরোপুরি নিভতে ২/৩ দিন সময় লেগে যাবে ৷

মঙ্গলবার  বেলা ১২টা নাগাদ আগুন লাগে ওই পেপারমিলে ৷ কাগজ ও পিচবোর্ডের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন ৷ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা না গেলেও  ক্ষতির পরিমাণ কয়েক কোটি রুপি ৷

বাংলাদেশ সময় : ১২৪৭ ঘণ্টা, জুন ১৩, ২০১২
আরডি/
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।