ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিটিএ অসাংবিধানিক দাবিতে হাইকোর্টে মামলা হচ্ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুন ১৪, ২০১২

কলকাতা: গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) অসাংবিধানিক এই দাবি নিয়ে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সাবেক প্রধান সুভাষ ঘিসিং বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা করবেন।  

জিটিএ আইনকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন।

তাই বিচারক দীপঙ্কর দত্তের এজলাসে এই মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

১৯৮৮ সালের ১৫ আক্টোবর দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিজিএইচসি) কার্যকরি হয়। ১৯৯২ সালে ২৪৩ নম্বর ধারায় ডিজিএইচসিকে স্বীকৃতি দেওয়া হয়।

১৯৯৩ সালের ৭৩/৭৪ ধারার সংবিধান সংশোধনী অনুযায়ী বলা হয়, পঞ্চায়েতি রাজ ও পৌরনিগমের আওতার বাইরে থাকবে ডিজিএইচসি।

ভারতের সংবিধান অনুযায়ী হিল কাউন্সিলের অস্তিত্ব এখনও আছে। জিটিএ গঠনের সময় এই ধারা সংশোধন করা হয়নি। তাই ঘিসিং জিটিএ-কে অসাংবিধানিক বলে মামলা করবেন।

যদি পার্বত্য পরিষদ আইন বিলুপ্ত হয় তবে ভারতের অন্য অংশের মতোই পাহাড়ে পঞ্চায়েতিরাজ এবং পৌর ব্যবস্থা কায়েম হবে।

ঘিসিংয়ের দাবি, এর ফলে সংবিধান সংশোধন ছাড়া পার্বত্য পরিষদ আইন বাতিল করা যায় না। কার্যকর করা যায় না জিটিএ-এর মতো নতুন আইনও।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।